Internet Bill
সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এমএফএস গ্রাহকদের জন্য প্রতি মাসে ৪০,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি ফ্রি করা হয়েছে।
বিস্তারিতঃ
প্রিয় নাম্বারে সেন্ড মানি
- প্রতি ক্যালেন্ডার মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত প্রিয় নাম্বারগুলোতে সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না।
- প্রতি মাসে ২৫,০০০.০১ টাকা থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত প্রিয় নাম্বারে প্রতি লেনদেনের ক্ষেত্রে ৫ টাকা চার্জ প্রযোজ্য হবে।
- প্রিয় নাম্বারে মাসিক লেনদেন ৫০,০০০ টাকার বেশি হলে, প্রতি লেনদেনের ক্ষেত্রে ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে।
- বিকাশ অ্যাপ এবং ইউএসএসডি (*২৪৭# ডায়াল করে) যেকোনো নাম্বারে ১০০ টাকা বা তার নিচে সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না।
প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো নাম্বারে সেন্ড মানি
- প্রতি মাসে প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো নাম্বারে ০.০১ টাকা থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি’র ক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য হবে না।
- প্রতি মাসে প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো নাম্বারে ১৫,০০০.০১ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত সেন্ড মানি’র ক্ষেত্রে প্রতি লেনদেনে ৫ টাকা প্রযোজ্য হবে।
- প্রতি মাসে প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো নাম্বারে ২৫,০০০ টাকার বেশি সেন্ড মানি’র ক্ষেত্রে প্রতি লেনদেনে ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে।
- বিকাশ অ্যাপ এবং ইউএসএসডি (*২৪৭# ডায়াল করে) যেকোনো নাম্বারে ১০০ টাকা বা তার নিচে সেন্ড মানি করতে কোনো চার্জ প্রযোজ্য হবে না।
- একজন গ্রাহক প্রতি ক্যালেন্ডার মাসে প্রিয় নাম্বার ছাড়া অন্য নাম্বারে সর্বমোট ১৫,০০০ টাকা পর্যন্ত ফ্রি সেন্ড মানি করতে পারবেন।
সেন্ড মানি সেবার মাধ্যমে আপনি আপনার বিকাশ একাউন্ট থেকে আরেকটি বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারেন যেকোন সময়। সেন্ড মানি করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। *২৪৭# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান
২। “সেন্ড মানি” সিলেক্ট করুন
৩। আপনি যে বিকাশ একাউন্টে টাকা পাঠাতে চান সেই একাউন্ট নাম্বারটি লিখুন
৪। আপনি যে পরিমাণ টাকা পাঠাতে চান সেই পরিমাণ টি লিখুন
৫। লেনদেনের একটি রেফারেন্স/তথ্যসূত্র দিন (একটি শব্দের বেশি ব্যবহার করবেন না, স্পেস এবং বিশেষ অক্ষর এর ব্যবহার এড়িয়ে চলুন)
৬। আপনার বিকাশ মোবাইল মেন্যু পিনটি দিয়ে লেনদেনটি সম্পন্ন করুন
আপনি এবং প্রাপক দুজনই বিকাশ থেকে কনফার্মেশন মেসেজ পাবেন।
বিকাশ থেকে টাকা পাঠান ফ্রি! বিকাশ অ্যাপ বা ডায়াল করে আপনার প্রিয় ৫টি নাম্বারে প্রতি মাসে সর্বমোট ২৫,০০০ টাকা সেন্ড মানি করুন ফ্রি। (বিস্তারিত জানতে ট্যাপ করুন)
No comments:
Post a Comment